ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ডোকলাম অতীত, চীন-ভারত চলছে এক সঙ্গে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
ডোকলাম অতীত, চীন-ভারত চলছে এক সঙ্গে  মোদি ও শি জিনপিং (ফাইল ছবি)

টানা কয়েক মাসের উত্তেজনাকে পেছনে ফেলে চীন ও ভারত ‘এক হয়ে গেলো’। দুই দেশের বক্তব্যেই এখন বাণিজ্য সম্প্রসারণের বাণী।

পশ্চিমবঙ্গে চীনা দূতের বক্তব্যে যা স্পষ্ট হলো। তার ভাষায়, ভুটান-ভারত-চীন সীমান্তের ডোকলাম নিয়ে বিবাদ এখন অতীত।

দুই প্রতিবেশী দেশ তাদের সম্পর্কটাকে আরও সামনে এগিয়ে নিতে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে।

গণপ্রজাতন্ত্রী চীনের ৬৮তম বার্ষিকী উদযাপনের এক অনুষ্ঠানে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) কলকাতায় চীনের কনসাল জেনারেল মা ঝানউ বলেন, ডোকলাম অতীত। ভারত ও চীন কাঁধে কাঁধ মিলিয়ে চলছে।  

দ্বিপাক্ষিক সম্পর্ককে কীভাবে আরও মজবুত করা যায়, আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে গত ৫ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে আলোচনা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।  

এই দুটি দেশ যতো বেশি কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, পারস্পরিক দেওয়া নেওয়া ও সহযোগিতা ততোই বাড়বে বলে উল্লেখ করেন মা ঝানউ।

চীনে ‘ব্রিকস’ দেশগুলোর শীর্ষ সম্মেলনের সাইড লাইনে গত ৫ সেপ্টেম্বর বৈঠকে বসেছিলেন মোদি ও শি জিনপিং।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।