ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ছাত্রী উত্ত্যক্ত করার ঘটনায় উত্তাল হিন্দু বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
ছাত্রী উত্ত্যক্ত করার ঘটনায় উত্তাল হিন্দু বিশ্ববিদ্যালয় ছবি: সংগৃহীত

ঢাকা: ছাত্রী উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে  ভারতের উত্তর প্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থী-পুলিশের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এমনটা জানানো হয়।  

খবরে বলা হয়, গত সপ্তাহে ক্যাম্পাসের গেটের বাইরে দুই মোটরসাকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানি করেন।

এরপরই ছাত্রীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি করেন শিক্ষার্থীরা।  

গত বৃহস্পতিবার এ দাবিতে উপাচার্যের বাসভবনে বিক্ষোভকালে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, ওই ঘটনার সময় স্থানীয় জেলা শাসকও উপস্থিত ছিলেন।  

পুলিশের লাটিচার্জ থেকে রেহাই পায়নি ছাত্রীরাও। এ খবর ছড়িয়ে পড়লে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে শিক্ষার্থীরা। শিক্ষার্থী-পুলিশের মধ্যে চলা এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।