ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার ক্রীড়াবিদদের সঙ্গে বিবাদে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এবার ক্রীড়াবিদদের সঙ্গে বিবাদে ট্রাম্প ‘জাতীয় সংগীত চলাকালে নতজানু হওয়ার কারণে’ চটেছেন ট্রাম্প

গণমাধ্যমের পর এবার দেশের ক্রীড়াবিদদের সঙ্গে বিবাদে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘জাতীয় সংগীত চলাকালে বিক্ষোভকারী ফুটবলারদের দল থেকে বহিষ্কার করা উচিত’ বলে তার উস্কানি ও বিভাজনমূলক মন্তব্যের পর নিন্দার ঝড় তুলেছেন ক্রীড়াবিদরা। পাল্টা জবাবে ট্রাম্প জাতীয় ফুটবল লিগ (এনএফএল) কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, যেন ‘দোষী ফুটবলারদের’ শাস্তি দিতে সংশ্লিষ্ট দলগুলোকে চাপ দেওয়া হয়।

এই বিবাদ শুরু হয় গত শুক্রবার (২২  সেপ্টেম্বর)। সেদিন আলাবামা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমাদের জাতীয় পতাকাকে অসম্মান করে এমন ‘কুকুরের বাচ্চাকে মাঠ থেকে এখনই বের করে দাও, বহিষ্কার করে দাও’ বলতে এনএফএলের (যুক্তরাষ্ট্রে রাগবি খেলা ফুটবল বলে পরিচিত, এনএফএল এই আয়োজনের কর্তৃপক্ষ) কোনো ক্লাবের মালিককে বললে কি আপনারা খুশি হবেন না?’

ট্রাম্প তার এই বক্তব্যে খোঁচা দেন ফুটবলার কলিন কায়েপারনিকের নেতৃত্বে কয়েকজনকে।

এরা কৃষ্ণাঙ্গ আমেরিকানদের প্রতি আচরণ বিশ্ববাসীর নজরে আনতে গত বছর এক আয়োজনে জাতীয় সংগীত চলাকালে নতজানু হয়ে পড়েন। এরপর প্রায়ই এ ধরনের প্রতিবাদ আলোচনায় এসেছে।

শুক্রবার ট্রাম্প ওই মন্তব্য করলে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে নিন্দার ঝড় ওঠে। এনএফএল কমিশনার রজার গুডেল এক বিবৃতিতে বলেন, ‘এমন বিভাজনমূলক মন্তব্য সম্মানের জায়গাটাকে নষ্ট করে দেয়। ’ 

অনেক ফুটবলার সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করেন প্রেসিডেন্টকে। বলেন, ‘ট্রাম্পের মন্তব্য আক্রমণাত্মক এবং বিভাজনমূলক’। এনএফএল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, ‘প্রেসিডেন্ট তার সীমা ছাড়িয়ে গেছেন। ’ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এরিক উইনস্টন বলেন, ‘ট্রাম্পের মন্তব্য অতীত ও বর্তমানের অধিকার আন্দোলনের হিরোদের মুখে চপেটাঘাতের শামিল। ’

পরদিনই বেজবল খেলোয়াড় ব্রুস ম্যাক্সওয়েল জাতীয় সংগীত চলাকালে নতজানু হয়ে বৈষম্যবিরোধী অবস্থান প্রকাশ করেন এবং এ ধরনের কর্মসূচির প্রবর্তক কলিনের প্রতি সংহতি জানান।

এতে আরও বেপরোয়া হয়ে ট্রাম্প টুইটারে এক বার্তায় বলেন, ‘তাদের কেউ বলুন, (সোজা হয়ে) দাঁড়াতে)। এরপর গণমাধ্যমেও এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে রোববার প্রেসিডেন্ট পৃথক দু’টি টুইটে আরও জোর দিয়ে বলেন, ‘যারা জাতীয় সংগীত চলাকালে বিক্ষোভ করে তাদের শাস্তি দেওয়া উচিত ক্লাবগুলোর। ’

তিনি ফুটবলারদের শাস্তি দাবিতে এই খেলা বয়কটের আহ্বান জানিয়ে বলেন, ‘যদি এনএফএলের দর্শকরা খেলা দেখতে যাওয়া বন্ধ করে দেন, দেখবেন দ্রুতই পরিবর্তন এসে গেছে। (সুতরাং) বাদ দাও না হয় বরখাস্ত করো। ’

ট্রাম্পকে বরাবরই শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের প্রতি নমনীয় আচরণ করতে দেখা গেছে। গত আগস্টে ভার্জিনিয়ায় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের বিক্ষোভ থেকে মানবাধিকারকর্মীদের কর্মসূচিতে হামলার ঘটনার পর তার মন্তব্যে সেই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গিরই প্রকাশ ঘটে। ওই দৃষ্টিভঙ্গি থেকেই প্রেসিডেন্ট কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আন্দোলন করা ফুটবলারদের ওপর চটেছেন কিনা— তা নিয়েও আলোচনা হচ্ছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।