ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রোহিঙ্গা সংকট নিয়ে বৃহস্পতিবার বসছে নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
রোহিঙ্গা সংকট নিয়ে বৃহস্পতিবার বসছে নিরাপত্তা পরিষদ প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা- ফাইল ছবি

মিয়ানমারে সহিংসতা নিয়ে আগামী বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এতে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতিয়েরেসের বক্তব্য শুনবেন তারা।

ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ আরো চারটি সদস্য রাষ্ট্রের অনুরোধে ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। নিরাপত্তা পরিষদের অস্থায়ী বাকি চার সদস্য রাষ্ট্র হলো- মিসর, কাজাখস্তান, সেনেগাল ও সুইডেন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে গত ২৫ আগস্ট থেকে দেশটির সেনাবাহিনীর নির্যাতন, গণহত্যার ঘটনায় প্রাণ বাঁচাতে এখন পর্যন্ত ৪ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন। রাখাইনে চলমান এ সেনা অভিযানকে ‘জাতিগত নিধন’ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ। এছাড়া গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ অভিযানকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেন।

এদিকে ওই বৈঠকের আগে মিয়ানমারের সবশেষ পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদের মঙ্গলবার ব্রিফ করবেন জাতিসংঘ মহাসচিব।

এর আগে চলতি মাসের শুরুতে এক রুদ্ধদ্বার বৈঠকে মিয়ানমারে চলমান সহিংসতা বন্ধে ‘দ্রুত পদক্ষেপ’ নেওয়ার তাগিদ দেয় নিরাপত্তা পরিষদ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।