ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনের পাতাল ট্রেনে ফের বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
লন্ডনের পাতাল ট্রেনে ফের বিস্ফোরণ লন্ডনের পাতাল ট্রেনের বিস্ফোরণস্থল; ছবি- সংগৃহীত

ঢাকা: লন্ডনের পাতাল ট্রেনে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লন্ডনের টাওয়ার হিল স্টেশনের কাছে আন্ডারগ্রাউন্ড ট্রেনে (টিউব) এই বিস্ফোরণ ঘটে।

মঙ্গলবার (সেপ্টেম্বর ২৬) দুপুরে সংঘটিত এই বিস্ফোরণের পর ব্রিটেনের পরিবহন পুলিশ জানায়, টাওয়ার হিল স্টেশনে অগ্নি সতর্কতা পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ভেতর একটি জ্বলন্ত বস্তুকে পড়ে থাকতে দেখেন। ওই বস্তুটি থেকে তখন ধোঁয়া উড়ছিলো।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনের চার্জার অথবা ব্যাটারি প্যাক থেকে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

এদিকে বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত যাত্রীদের মধ্যে। আতঙ্কিত যাত্রীদের হুড়োহুড়িতে কমপক্ষে ৫ জন সামান্য আঘাত পেয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

বিস্ফোরণের পর থেকে বর্তমানে বন্ধ রাখা হয়েছে টাওয়ার হিল স্টেশন।

উল্লেখ্য, এ মাসের মাঝামাঝি লন্ডনের পাতাল ট্রেনে সংঘটিত অপর এক বিস্ফোরণের ঘটনায় আহত হয় প্রায় ২০ জন যাত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৮ বছর বয়সী এক তরুণসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।