ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোর সামরিক প্লেন বিধ্বস্ত, নিহত ‘২০-৩০’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
কঙ্গোর সামরিক প্লেন বিধ্বস্ত, নিহত ‘২০-৩০’ গণপ্রজাতন্ত্রী কঙ্গোর ম্যাপ

আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে সামরিক বাহিনীর একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে প্লেনটিতে থাকা ‘২০-৩০’ জন আরোহী নিহত হয়েছেন বলে জানানো হচ্ছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে রাজধানী কিংশাসার ১০০ কিলোমিটার পূর্বে এনসেলে নামে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় একজন কর্মকর্তা জানান, রাশিয়ায় নির্মিত আন্তোনভ মডেলের পরিবহন প্লেনটি কিংশাসার এনদোলো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়।

২০-৩০ জন আরোহীবাহী প্লেনটিতে ছিল দু’টি যান ও অস্ত্র সরঞ্জাম। আরোহীদের বেশিরভাগই সামরিক কর্মকর্তা। একজন ক্রু ছিলেন রুশ।

ঘটনাস্থল থেকে একজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানান, সকাল ৯টার দিকে প্লেনটি ভেঙে পড়ছিল মাটিতে। তবে এসময় প্লেনটি থেকে কোনো ধোঁয়া উড়তে দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।