ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সীমান্তে পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা নিহত

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
সীমান্তে পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা নিহত অ্যাকশনে দুই ভারতীয় সেনা

সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। কাশ্মীরের শ্রীনগরে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ক্যাম্পে সন্ত্রাসী হামলার পর এই খবর এলো।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে নিয়ন্ত্রণ রেখার পুঞ্চ জেলার কৃষ্ণ ঘটি সেক্টরে পাকিস্তানি বাহিনী এই গুলি চালায়। ভারতীয় বাহিনী পাল্টা জবাব দিলেও সে পক্ষে কোনো হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিক জানা যায়নি।

এর আগে, সোমবার (২ অক্টোবর) এই পুঞ্চ সেক্টরেই দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে গুলিবিনিময়ে দুই শিশু নিহত ও ১২ বেসামরিক লোক আহত হয়।

মঙ্গলবার ভোরেই শ্রীনগর এয়ারপোর্ট লাগোয়া একটি বিএসএফ ক্যাম্পে বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে এক বিএসএফ জওয়ান ও তিন হামলাকারী নিহত হয়। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জয়শ ই মোহাম্মদের ‘আফজাল গুরু’ স্কোয়াড।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।