ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মারা গেলেন জালাল তালাবানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
মারা গেলেন জালাল তালাবানি জালাল তালাবানি (ফাইল ফটো)

ইরাকের সাবেক প্রেসিডেন্ট জালাল তালাবানি মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৩ অক্টোবর) জার্মানির রাজধানী বার্লিনে মৃত্যুবরণ করেন তিনি। তালাবানির পরিবারের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবরটি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোটের সামরিক হস্তক্ষেপে সাদ্দাম হুসেইনের পতনের দু’বছর পর ২০০৫ সালে প্রথম অনারব রাজনীতিক হিসেবে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন তালাবানি। স্বাস্থ্য সমস্যাজনিত কারণে ২০১৪ সালে পদত্যাগ করেন তিনি।

স্বাধীনতার দাবিতে বর্তমানে তৎপর ইরাকের একমাত্র স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের রাজধানী ইরবিলে ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন তালাবানি।

দীর্ঘ ৯ বছর ইরাকের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করলেও তালাবানির সমালোচকরা তাকে পশ্চিমাদের ‘পুতুল প্রেসিডেন্ট’ মনে করতেন। তবে কুর্দিদের অধিকারের দাবিতে সরব এই রাজনীতিককে তার সমর্থকরা ‘আঙ্কেল জালাল’ বলে ডাকতেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।