ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান রজনীশ কুমার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান রজনীশ কুমার

ভারতের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রজনীশ কুমার। আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকটিতে।

চেয়ারম্যান পদে তাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বুধবার (৪ অক্টোবর) জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।  

বর্তমান চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্যের মেয়াদ শেষ হচ্ছে চলতি সপ্তাহে।

তার স্থলাভিষিক্ত হবেন রজনীশ।

এই অর্থনীতিবিদ বর্তমানে এসবিআই’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ন্যাশনাল ব্যাংকিং গ্রুপের গ্রুপ এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৮০ সালে প্রবেশনারি অফিসার পদে এসবিআইতে যোগ দেওয়ার পর বিভিন্ন বিভাগে কাজ করেছেন রজনীশ কুমার।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।