ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে মাজারে আত্মঘাতি বোমা হামলায় নিহত ১২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
পাকিস্তানে মাজারে আত্মঘাতি বোমা হামলায় নিহত ১২ পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত ১২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ঝাল মগসী জেলায় আত্মঘাতি বোমা হামলায় এক পুলিশ কনস্টেবলসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ১২ জন। 

বেলুচিস্তানের স্বরাষ্টমন্ত্রী সরফরাজ বাগতি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।  

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করেছেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় দরগাহ ফতেপুর নামক স্থানে মাজারে প্রার্থনার জন্য অনেক লোক জমায়েত হলে বোমা হামলা করা হয়।

হামলাকারী প্রার্থনাকক্ষে প্রবেশ করার চেষ্টা করেন। এসময় নিরাপত্তারক্ষীরা বাধা দিলে তিনি বোমা বিস্ফোরণ ঘটান।  

আহতদের ঝাল মগসী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরফরাজ বাগতি জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেছে। তারা এলাকাটি ঘিরে রেখেছে।  

দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং প্রধানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের প্রচেষ্টার কথা তুলে ধারা পরপরই এ বোমা হামলা করা হয়।

২০১৬ সালের নভেম্বরে বেলুচিস্তান প্রদেশের কুজদার জেলায় এক মাজারে বোমা হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হন।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।