ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্য আমেরিকায় ঘূর্ণিঝড়ে ২২ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
মধ্য আমেরিকায় ঘূর্ণিঝড়ে ২২ জনের মৃত্যু

প্রচণ্ড ঘূর্ণিঝড়ে কোস্টারিকা, নিকারাগুয়া ও হন্ডুরাসে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মধ্য আমেরিকার এই তিন দেশে এখনও নিখোঁজ রয়েছেন ২০ জন।

শুক্রবার (০৬ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অনেক সড়ক বন্ধ হয়ে গেছে।

সেতু ভেঙে গেছে এবং বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

কোস্টারিকাতে প্রায় চার লাখ মানুষ খাবার পানি সংকটে ভুগছেন এবং কয়েক হাজার লোককে আশ্রয় কেন্দ্রে রাত কাটাতে হয়েছে। এখানে ঝড়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে।  

ঘূর্ণিঝড়টি উত্তর দিকে সরে নিকারাগুয়াতে আঘাত হানলে সেখানে ১১ জনের মৃত্যু হয়। এছাড়া হন্ডুরাসে মারা গেছেন আরও তিনজন এবং বেশ কয়েকজন এখনও নিখোঁজ।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।