ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি প্রাসাদে হামলাচেষ্টা, দুই রক্ষীসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
সৌদি প্রাসাদে হামলাচেষ্টা, দুই রক্ষীসহ নিহত ৩ দূর থেকে আল সালাম প্রাসাদ

সৌদি আরবের জেদ্দায় একটি রাজকীয় প্রাসাদে হামলার চেষ্টা হয়েছে। এসময় দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। নিহত হয়েছে হামলাকারীও।

শনিবার (৭ অক্টোবর) লোহিত সাগর উপকূলীয় নগর জেদ্দার ‘আল সালাম প্রাসাদে’র কাছে এই হামলা চেষ্টা ভণ্ডুল করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন খবর ছড়ানোর প্রেক্ষিতে রিয়াদে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে।

সৌদি সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সংবাদমাধ্যম জানাচ্ছে, বাদশাহ আবদুল আজিজ রোড ও আনদালুস রোডের পরে অবস্থিত প্রাসাদটিতে হামলার চেষ্টায় ওই এলাকা নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে।

কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা জানা না গেলেও অভিযোগের আঙুল উঠছে আল কায়েদা ও আইএসের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর দিকে। আইএস সৌদি আরবে সাম্প্রতিক কয়েকটি হামলার জন্য দায়ও স্বীকার করেছে।

গত জুলাইয়েই মক্কার পবিত্র মসজিদুল হারামে আইএসের একটি হামলাচেষ্টা নস্যাৎ করে দেয় সৌদি নিরাপত্তা বাহিনী।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।