ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ঘানায় গ্যাস স্টেশনে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
ঘানায় গ্যাস স্টেশনে বিস্ফোরণ ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ ঘানার রাজধানী আক্রায় একটি গ্যাস স্টেশনে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

তবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আহতের বিষয়টি এখনও নিশ্চত করে জানাতে পারেনি কর্তৃপক্ষ।  

স্থানীয় সময় শনিবার (০৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

গ্যাস স্টেশনে ট্যাংকার ডেলিভারির সময় আগুন লেগে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।

কর্মকর্তারা জানান, রাজধানী শহরের উত্তর-পূর্বে পারমাণবিক জংশন এলাকায় বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে আকাশে। তখন স্থানীয় অধিবাসী ও পথচারীরা ছুটোছুটি করে অন্যত্র সরে গেছেন।

তারা বলছেন, এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।  

উল্লেখ্য, ২০১৫ সালের জুনে আক্রার একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় কমপক্ষে ১৫০ জন নিহত হন

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।