ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গোধরা ট্রেনে অগ্নিকাণ্ডের রায় ঘোষণা, ১১ জনের ফাঁসি বহাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
গোধরা ট্রেনে অগ্নিকাণ্ডের রায় ঘোষণা, ১১ জনের ফাঁসি বহাল ছবি: সংগৃহীত

ঢাকা: গোধরায় ট্রেনে আগুন দিয়ে হতাহতের ঘটনায় ১১ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন গুজরাট হাইকোর্ট। একই মামলায় আরও ২০ জনের কারাদণ্ড বহাল রাখলেও বিশেষ আদালতে ৬৩ আসামিকে দেওয়া খালাসও বহাল রাখা হয়েছে। 

গোধরা রায়কে চ্যালেঞ্জ জানিয়ে করা আপিলের রায় সোমবার (০৯ অক্টোবর) দুপুরে ঘোষণা করেন গুজরাট হাইকোর্ট।  

২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরায় ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

করসেবকদের একটি দল অযোধ্যা থেকে ফেরার পথে গোধরা রেলস্টেশনে সবরমতী এক্সপ্রেসের একটি কামরায় আগুন দেওয়া হয়।  

ওই ঘটনায় প্রাণ হারান ৫৯ জন। এরপর ট্রেনে অগ্নিকাণ্ডের জের ধরে টানা দুই মাস গুজরাটে ব্যাপক সহিংসতা শুরু হয়। এতে রাজ্যজুড়ে মারা যায় প্রায় একহাজার মানুষ।  

পরে এ মামলায় বিশেষ আদালত ১১ জনকে মৃত্যুদণ্ড ও ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একাধিক আপিল করা হয়।  

২০১১ সালে ওই মামলায় রায় ঘোষণা করে স্পেশাল ট্রাইব্যুনাল। রায়ে ৬৩ জনকে নির্দোষ ঘোষণা করা হয়। পরে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে রাষ্ট্রপক্ষ।  

এনডিটিভি জানায়, গোধরা ট্রেনে আগুন দেওয়ার মামলায় হত্যা, হত্যাচেষ্টা ও ষড়যন্ত্রকারী হিসেবে ৩১ জনকে দোষী সাব্যস্ত করা হয়। এরমধ্যে মাওলানা হুসেন উমরজির নামও ছিল। তাকে এ ঘটনার ‘মূল হোতা’ হিসেবে ঘোষণা করে গুজরাট পুলিশ।  

নাম ছিল- গোধরা মিউনিসিপ্যালটির চেয়ারম্যান মোহম্মদ হোসেন ক্যালোটা, মোহাম্মদ আনসারি ও নানুমিয়া চৌধুরীরও।

এদিকে রাজ্য সরকার গঠিত নানাবতী কমিশন সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডকে পরিকল্পিত আগুন লাগানোর ঘটনা হিসেবে প্রতিবেদন দেয়।  

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।