ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘হিন্দু’ ‘মুসলিম’ সরানোর আদেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘হিন্দু’ ‘মুসলিম’ সরানোর আদেশ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের একটি ভবন

বিশ্ববিদ্যালয়ের নামে হিন্দু বা মুসলিম শব্দ যুক্ত থাকতে পারবে না। কারণ এতে প্রতিষ্ঠানের ধর্মনিরপেক্ষ চরিত্র প্রকাশ পায় না।

তাই এ ধরনের সাম্প্রদায়িক শব্দ বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এই নির্দেশের ফলে উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নাম থেকে শব্দ দু’টি ফেলে দিতে হবে।

১০ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অডিট রিপোর্টের কিছু সুপারিশমালা খতিয়ে দেখতে ইউজিসির গঠিত একটি পরিষদের পরামর্শে এই আদেশ জারি হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইউজিসিরি ওই প্যানেলের সদস্যরা বলছেন— প্রতিষ্ঠানের নাম উপর্যুক্ত শব্দ দু’টি বাদ দিয়েই হতে হবে। যেমন আলীগড় বিশ্ববিদ্যালয় বা বেনারস বিশ্ববিদ্যালয় ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।