ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় দাবানলে একজন নিহত, পুড়েছে ১৫০০ বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
ক্যালিফোর্নিয়ায় দাবানলে একজন নিহত, পুড়েছে ১৫০০ বাড়ি এখনও জ্বলছে মেনডোছিনো

ক্যালিফোর্নিয়ার নাপা প্রদেশের মেনডোছিনোর আঙ্গুর বাগানের ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। এরই মধ্যে একজন নিহত হওয়া ছাড়াও প্রায় ২০ হাজার মানুষ নাপা অঞ্চল ছেড়ে পালিয়ে গেছেন।

বহু মানুষ আহত ও কিছু মানুষ নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। তবে আঙ্গুর বাগানটির প্রায় ১২ জন কর্মী নিরাপদ আশ্রয়ে আসতে সক্ষম হয়েছেন।

প্রায় ১ হাজার ৫০০ বাড়িও ধ্বংস হয়েছে কিছুতেই নিয়ন্ত্রণে আনতে না পারা এ দাবানলে। বাতাসে বেগের পরিমাণ বেশি, কম আর্দ্রতা এবং শুষ্ক আবহাওয়া থাকায় কারণে আগুন খুব দ্রুতই বিস্তার লাভ করছে। সরকারি হিসাবে ৪৪ হাজার একর জমিও ইতোমধ্যে পুড়ে গেছে।

পরে আঙ্গুর বাগানের জন্য বিখ্যাত সোনোমা ও ইউবা প্রদেশেও মেনডোছিনোর এ আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় সময় রোববার  (০৮ অক্টোবর) রাতে সূত্রপাত হয়ে এখনও জ্বলছে মেনডোছিনো। তবে অগ্নিকাণ্ডের মূল কারণ জানা যায়নি।

ক্যালিফোর্নিয়ার সরকার দমকল বাহিনীকে জরুরি ভিত্তিতে এ বন্য আগুন নিয়ন্ত্রণের  নির্দেশ দিয়েছে। সরকারের মতে, দাবানল ধ্বংসের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এবং আরও এক হাজারেরও বেশি ঘর-বাড়ির জন্য হুমকি হয়ে দাড়াচ্ছে। পুড়ে যাওয়া দেড় হাজার বাড়ির বাসিন্দাদের পুনর্বাসনও জরুরি।

নাপা প্রদেশের অগ্নিনিয়ন্ত্রণ বিভাগের প্রধান সতর্কবাণী দিয়ে বলেছেন, পরিস্থিতি দমকলকর্মীদের কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাড়াচ্ছে।
 
দেশটির আবহাওয়া অধিদফতর সান ফ্রান্সিসকো এলাকাকেও সতর্কতামূলক বার্তা দিয়ে জানিয়েছে, ওই এলাকায় যদি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তাহলেও এভাবে দ্রুত ছড়াবে।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
এমএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।