ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আগামী বছরের নভেম্বরে জাতীয় নির্বাচনের ঘোষণা থাই জান্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
আগামী বছরের নভেম্বরে জাতীয় নির্বাচনের ঘোষণা থাই জান্তার প্রায়ুথ চান-ওচা

২০১৮ সালের নভেম্বরে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে থাইল্যান্ডের সামরিক জান্তা সরকার। তবে সুনির্দ্দিষ্টভাবে কোনো তারিখের কথা জানানো হয়নি। যা জানতে আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানী ব্যাংককে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জান্তা নেতা ও প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা।

নিরাপত্তা ও সংবিধান সংশোধনের অজুহাত দেখিয়ে এর আগে দুইবার নির্বাচনের তারিখ ঘোষণা করেও তা পরিবর্তন করা হয়।

সংবাদ সম্মেলনে ওচা বলেন, আগামী নভেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যার তারিখ ঘোষণা করা হবে ২০১৮ সালের জুন নাগাদ।

দুর্নীতির অভিযোগে ইংলাক সিনাওয়াত্রাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে ২০১৪ সালে থাইল্যান্ডের ক্ষমতায় আসেন প্রায়ুথ চান-ওচা। গত ২৭ সেপ্টেম্বর চালের ভর্তুকি প্রকল্পের ব্যবস্থাপনায় দায়িত্বে অবহেলার দায়ে ইংলাককে পাঁচ বছরের কারাদণ্ড দেন দেশটির সর্বোচ্চ আদালত।  

২০১৪ সালের ২২ মে সেনাবাহিনী ক্ষমতা দখল করার মাত্র কয়েকদিন আগে আদালতের এক ‘বিতর্কিত’ আদেশে ক্ষমতাচ্যুত হন শ্যাম দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ভাই থাকসিন সিনাওয়াত্রার পর ২০১১ সালে দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।