ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন মুকুল রায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন মুকুল রায়

ঢাকা: রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগী মুকুল রায়। বুধবার (১১ অক্টোবর) সাড়ে ৩টার পর দিল্লিতে রাজ্যসভার চেয়ারম্যান ও উপ-রাষ্ট্রপিতি ভেঙ্কাইয়া নাইডুর হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি।

এর আগে গত ৯ অক্টোবরই মুকুল ঘোষণা দেন, চলতি সপ্তাহেই রাজ্যসভা থেকে পদত্যাগ করবেন তিনি।  

সংবাদ সম্মেলন করে পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে বলেও জানান মুকুল রায়।

 

রাজনীতিতে স্থায়ী শত্রু কিংবা বন্ধু যে নেই- তা আবারও সত্যি প্রমাণিত হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও মুকুল রায়ের দ্বন্দ্বে।  

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন সদস্য মুকুল গত ২০ বছর ধরে মমতার ডান হাত ছিলেন। কিন্তু এখন রাজ্যজুড়ে আলোচনা চলছে মুকুল তরী ভেড়াচ্ছেন বিজেপিতে।  

তবে এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না-সংবাদ সম্মেলনের আগ মুহূর্ত পর্যন্ত।   

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।