ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রোহিঙ্গাদের দেখতে আইওএম মহাপরিচালক আসছেন রোববার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
রোহিঙ্গাদের দেখতে আইওএম মহাপরিচালক আসছেন রোববার উইলিয়াম ল্যাসি সুইং

রোহিঙ্গা সংকট দেখতে চার দিনের সফরে বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং।

রোববার (১৫ অক্টোবর) তিনি ঢাকায় পৌঁছে সোমবারই (১৬ অক্টোবর) কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন।

শনিবার (১৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আইওএম প্রধান রোববার ঢাকায় এসে নির্ধারিত সফর শেষে বুধবার (১৮ অক্টোবর) ফিরে যাবেন।

এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে নৃশংস অভিযান শুরু করার পর এখন পর্যন্ত ৫ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা সেখান থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশ আশ্রয় নিয়েছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৫ হাজারেরও বেশি নিরীহ রোহিঙ্গা। ধর্ষণের শিকার হয়েছে শত শত কিশোরী-তরুণী-গৃহবধূ।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ অভিযানকে বলছে ‘জাতিগত নিধনযজ্ঞ’। কিন্তু মিয়ানমার সেনাবাহিনী বরাবরই এ অভিযোগ অস্বীকার করছে। তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে এখন বিশ্ব সম্প্রদায়ের ওপর চাপ বাড়ছে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।