ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বন্যা-ভূমিধসে ভিয়েতনামে প্রাণহানি বেড়ে ৭৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
বন্যা-ভূমিধসে ভিয়েতনামে প্রাণহানি বেড়ে ৭৫ প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৫ জনে পৌঁছেছে। দেশটির উত্তর ও কেন্দ্রীয় অঞ্চল থেকে সপ্তাহজুড়ে পাওয়া সবশেষ তথ্যে এ সংখ্যা জানা গেছে।

প্রবল বর্ষণে সৃষ্ট এ প্রাকৃতিক দুর্যোগে এখনও অন্তত ২৮ জন নিখোঁজ রয়েছেন, আহত হয়েছেন ৩৮ জন।  

ভিয়েতনামের জাতীয় দুর্যোগ প্রশমন ও নিয়ন্ত্রণ কেন্দ্রের কমিটি জানিয়েছে, নিহত ৭৫ জনের মধ্যে ২৪ জন উত্তরাঞ্চলীয় প্রদেশ হোয়া বিনের, ১৭ জন ইয়েন বাই প্রদেশের, ১৬ জন কেন্দ্রীয় নাঘি আন প্রদেশের, ছয়জন উত্তরাঞ্চলীয় সন লা প্রদেশের, দুইজন রাজধানীর হ্যানয়ের এবং একজন কেন্দ্রীয় কুয়াং ত্রি প্রদেশের।

এদিকে বন্যা ও ভূমিধসে বিভিন্ন প্রদেশের অন্তত ২৯ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থার কিছুটা ব্যাঘাত ঘটতে পারে।  

এছাড়া ১০ হাজার ৪শ’ গবাদি পশু এবং তিন লক্ষাধিক পোল্ট্রি মারা গেছে বা পানিতে ভেসে গেছে।

কমিটির এক পরিসংখ্যানে বলা হয়েছে, ২০০০-২০১৫ সাল পর্যন্ত ভিয়েতনামে অন্তত ২৫০টি বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ৬শ’ মানুষ, আহত হয়েছেন সাড়ে তিনশ’।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।