ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে পুলিশ সেন্টারে হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
আফগানিস্তানে পুলিশ সেন্টারে হামলা, নিহত ১৫

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গারদেজে একটি পুলিশ ট্রেনিং সেন্টারে আত্মঘাতী ও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলেছে, ট্রেনিং সেন্টারটিতে বন্দুকধারীরা গুলি চালায়। এ সময় আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন নিহত হন।

নিহতদের মধ্যে নারী, শিক্ষার্থী, পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছেন পাকতিয়া প্রদেশের পাবলিক হেলথ ডিরেক্টর হেদায়েতউল্লাহ হামিদি।

হামলার দায় স্বীকার করে টুইট করেছে তালেবানরা।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।