ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ম্যান বুকার পেলেন মার্কিন ঔপন্যাসিক স্যান্ডার্স 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
ম্যান বুকার পেলেন মার্কিন ঔপন্যাসিক স্যান্ডার্স  ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম উপন্যাস ‘লিংকন ইন দ্য বার্ডো’র জন্য বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ম্যান বুকার জিতে নিলেন যুক্তরাষ্ট্রের সাহিত্যিক জর্জ সান্ডার্স।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ অক্টোবর) যুক্তরাজ্যের লন্ডনের গিল্ডহলে এ বছরের পুরস্কার জয়ীর ঘোষণা করা হয়।  

পুরস্কারের ৪৯ বছরের ইতিহাসে পল বিটির পর দ্বিতীয় মার্কিন লেখক হিসেবে ৫৮ বছর বয়সী সান্ডার্স সাহিত্যের সম্মানজনক এ পুরস্কার পেলেন।

 

পুরস্কারের সম্মানী হিসেবে তিনি পেয়েছেন ৫০ হাজার পাউন্ড।

মূলত ছোটগল্পাকার হিসেবে আন্তজার্তিকভাবে পরিচিত হলেও সান্ডার্সের প্রথম উপন্যাস ‘লিংকন ইন দ্য বার্ডো’।  

কথার চিত্রকল্পে ঔপন্যাসিক ছেলের কবরের পাশে যুক্তরাষ্ট্রের ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি রাতের শোকের চিত্রায়ন করেছেন।  

এবার ম্যান বুকার পুরস্কারের জন্য মনোনয়নের সংক্ষিপ্ত তালিকায় সান্ডার্স ছাড়াও ব্রিটিশ লেখক আলী স্মিথ ও ফিওনা মোজলি, মার্কিন লেখক পল অস্টার ও এমিলি ফ্রিডলান্ড এবং পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক মহসিন হামিদের নাম ছিল।

বিচারকদের মানের বিচারে তাদের পেছনে পেলে পুরস্কার নিজের ঘরে তুলে নিলেন এই আমেরিকান।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।