ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশ বহরে হামলায় প্রাণ গেলো ৭ জনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
পাকিস্তানে পুলিশ বহরে হামলায় প্রাণ গেলো ৭ জনের বিস্ফোরণ

পাকিস্তানে ফের বিস্ফোরণের ঘটনা ঘটলো। এবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় পুলিশের একটি ট্রাকে বিস্ফোরণে প্রাণ গেলো সাতজনের। এর মধ্যে ছয়জন পুলিশ বাহিনীর সদস্য। আহত হয়েছেন অন্তত ২৪ জন।

দেশটির দক্ষিণ-পশ্চিমে কোয়েটা শহরে নবনিযুক্ত পুলিশকর্মীদের নিয়ে বুধবার (১৮ অক্টোবর) একটি ট্রাক যাচ্ছিল। সেই ট্রাক লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।

স্থানীয় পুলিশ প্রধান আবদুর রজ্জাক চিমা জানিয়েছেন, এটি আত্মঘাতী বিস্ফোরণ কিনা তা এখনই বলা যাচ্ছে না। তাদের দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।