ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানি তালেবান জঙ্গি নেতা খালিদ খোরাসানির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
পাকিস্তানি তালেবান জঙ্গি নেতা খালিদ খোরাসানির মৃত্যু

ঢাকা: মার্কিন ড্রোন হামলায় আহত হয়ে মারা গেছেন পাকিস্তানি তালিবান জঙ্গি গোষ্ঠী জামাত উল আহরারের প্রধান খালিদ খোরাসানি।

পাকিস্তানভিত্তিক অন্যতম কুখ্যাত এই জঙ্গি সংগঠনটির মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে খালিদ খোরাসানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে সম্প্রতি মার্কিন ড্রোন হামলায় আহত হন উমর খালিদ খোরাসানি।

ওই আঘাতের জেরে বুধবার মারা যান উমর খালিদ খোরাসানি। আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে টেলিফোনে এ কথা জানান জামাত উল আহরার এর মুখপাত্র আসাদ মনসুর।

ওই হামলায় খালিদ খোরাসানি আহত হওয়ার পাশাপাশি নিহত হয়েছিলেন তার ৯ সহযোগী।

আফগানিস্তানের তালেবান বিরোধী লড়াইয়ে মতপার্থক্যের জেরে বর্তমানে পাকিস্তানের সঙ্গে শীতল সম্পর্ক বিরাজ করছে যুক্তরাষ্ট্রের।

এর জেরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ড্রোন হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্রে।

তবে বিশ্লেষকদের ধারণা, পাকিস্তানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই খালিদ খোরাসানির উপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।