ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কিরকুকে ইরাকি ও কুর্দি বাহিনীর মধ্যে ব্যাপক লড়াই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
কিরকুকে ইরাকি ও কুর্দি বাহিনীর মধ্যে ব্যাপক লড়াই

ঢাকা: তেল সমৃদ্ধ উত্তরাঞ্চলীয় নগরী কিরকুকের দখল নিয়ে ব্যাপক লড়াইয়ে জড়িয়ে পড়েছে ইরাকের কুর্দি আধা সামরিক বাহিনী পেশমার্গা ও ইরাকি সেনাবাহিনী।

শুক্রবার (অক্টোবর ২০) কিরকুকের উত্তরাঞ্চলীয় আলটন কুপরি জেলায় উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

সেখান থেকে মেশিনগান, রকেট ও কামান থেকে গোলা বর্ষণের খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

২০১৪ সালে আইএস এর উত্থানের মুখে কিরকুক থেকে ইরাকি সেনারা পিছু হটলে তেল সমৃদ্ধ নগরীটির দখল নেয় কুর্দি পেশমারগা বাহিনী।

শুক্রবারের লড়াইয়ে ইরাকি সেনাদের পাশাপাশি ইরান সমর্থিত শিয়া মিলিশিয়ারাও অংশ নেয় বলে জানিয়েছে সাংবাদিকরা।

সম্প্রতি ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকা নিয়ে গঠিত কুর্দিস্তান আঞ্চলিক পরিষদ নিয়ন্ত্রিত এলাকায় স্বাধীনতার দাবিতে গণভোট অনুষ্ঠিত হয়। সেখানে সিংহভাগ ভোট পড়ে স্বাধীনতার পক্ষে।

বাগদাদের কেন্দ্রীয় সরকার এই গণভোট ও এর ফলাফলকে প্রত্যাখ্যান করে। পাশাপাশি কুর্দি যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা ইরাকি ভূখণ্ডের দখল নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।

ইরাকি সামরিক বাহিনীর মিডিয়া সেল দাবি করেছে আলটন কুপরি থেকে কুর্দি যোদ্ধাদের হটিয়ে দিয়ে এর নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি বাহিনী। তবে নিরপেক্ষ সূত্র থেকে এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।