ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার আফগান সেনা বাসে হামলায় প্রাণ গেলো ১৫ জনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এবার আফগান সেনা বাসে হামলায় প্রাণ গেলো ১৫ জনের

আফগানিস্তানের রাজধানী কাবুলে ফের আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এবার সেনা বাস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মারা গেছেন অন্তত ১৫ জন।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই প্রশিক্ষণার্থী সেনা সদস্য।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি বলেছেন, মিনিবাসে করে সদস্যরা মিলিটারি একাডেমিতে যাচ্ছিলেন। তখনই হামলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কাবুলে এটি দ্বিতীয় হামলা। গত মঙ্গলবার থেকে এমন হামলায় ২০০ জনের মৃত্যু বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ১০০ জন।

শুক্রবার কাবুলের পশ্চিমাঞ্চলে একটি শিয়া মসজিদ ও ঘোর প্রদেশের একটি সুন্নি মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৭২ জন নিহত হন। দুটি হামলাই হয়েছে রাতে নামাজের সময়। দায় স্বীকার করেছে আইএস।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।