ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন আবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন আবে ভোটের পর শিনজো আবে

কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

আগাম অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয়ী আবে জানান, দেশটির ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেবেন তিনি।  

সোমবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য তুলে ধরেছে।

আবে বলেন, আমি নির্বাচনের আগে যেমনটা প্রতিশ্রুতি দিয়েছি, উত্তর কোরিয়ার সঙ্গে বোঝাপড়াই হবে আমার গুরুত্বপূর্ণ কাজ। পাশাপাশি দেশ এখন যেসব সমস্যায় রয়েছে তা সমাধান করা হবে।

ইতোপূর্বে জাপানের উপর দিয়ে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এতেই মূলত শঙ্কার সৃষ্টি। এ বিষয়টি নিয়ে শঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রেরও। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে কিমকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেবেন।

রোববার দেশটিতে ভোট হয়েছে। মূলত ২০১৮ সালে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অ্যাবে সংসদ ভেঙে আগাম নির্বাচন করলেন। এতে ৪৬৫টি আসনের মধ্যে তিনশর বেশি আসনে জয় পেলো তার দল।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।