ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে এবার দিনে-দুপুরে, জনসম্মুখে ধর্ষণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
ভারতে এবার দিনে-দুপুরে, জনসম্মুখে ধর্ষণ ধর্ষক যুবক গঞ্জি শিভা

ভারতে আবারও ঘটলো ধর্ষণের ঘটনা। তবে এবার দিনে-দুপুরে, জনসম্মুখে, প্রকাশ্যে।

রোবরার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে অন্ধ্রপ্রদেশের বাণিজ্যিক রাজধানী বিশাখাপত্তনমে রাস্তার পাশে ফুটপাতে পথ চলতি হাজারো মানুষের সামনেই ঘটলো এই ঘটনা। পুলিশ জানিয়েছে, শহরের ব্যস্ততম রেলওয়ে কোয়াটার্স লাগোয়া ফুটপাতে এক গাছের পাশে বসেছিলেন তরুণী (বয়স আনুমানিক ২১)।

আচমকাই তার উপর চড়াও হয় মাতাল যুবক গঞ্জি শিভা (২০)।

খোলা আকাশের নিচে, সবার সামনেই ওই তরুণীকে ধর্ষণ করা হয়। এমন অবিচার দেখেও সবাই মুখ বুজে পাশ কাটিয়ে চলে যান। তবে এক অটোচালক নিজের মোবাইলে পুরো ঘটনার ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েন; তার ভিডিওটিই ভাইরাল হয়েছে।  

এই অটোচালকই ভিডিও নিয়ে স্থানীয় থানায় যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতা নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। গ্রেফতার করা হয় ধর্ষক শিভাকে।

ইতোমধ্যে ভারতজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

বছর পাঁচেক আগে এক মধ্যরাতে বন্ধুর সঙ্গে সিনেমা দেখে ফেরার পথে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছিল। সেই ‘নির্ভয়া কাণ্ডের’ প্রতিবাদে সরব হয়েছিল গোটা দেশ। পরে বিচারকার্য সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।