ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৪৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
ইন্দোনেশিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৪৭ কারখানায় অগ্নিকাণ্ড

ইন্দোনেশিয়ার একটি পটকা ও বাজি বানানোর কারখানায় আগুনে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দেশটির রাজধানী জাকার্তা থেকে ২৫ কিলোমিটার দূরে বানটেন প্রদেশে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে অভিযান চলমান।

 

ঘটনাস্থলে কর্মরত পুলিশ কর্মকর্তা নিকো আফিনদা জানিয়েছেন, আগুন ও বিস্ফোরণে হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে; তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এই কারখানা গত প্রায় দুই মাস ধরে উৎপাদনে ছিল। যদিও তাদের অনুমোদন নেওয়া, কিন্তু আবাসিক এলাকায় এমন ঝুঁকিপূর্ণ কারখানা স্থাপন করতে দেওয়া উচিত হয়নি বলেও মত তার।

অন্তত ১০০ জন এখানে কাজ করতেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।