ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্লেনে যাত্রী একজনই!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
প্লেনে যাত্রী একজনই! একাযাত্রী ক্যারন গ্রিভি

কৌতুহল নিয়েই রানওয়ে থেকে প্লেনের সিঁড়ি বেয়ে ওঠেন লেখিকা ক্যারন গ্রিভি। তার কৌতুহল জন্মে কাউকে দেখতে না পেয়ে!

তখনও তিনি জানতেন না প্লেনে আসলে কী আশ্চর্য অপেক্ষা করছে তার জন্য। প্লেনে পা রাখা মাত্রই ক্রুরা বিশেষ অভ্যর্থনা জানান।

কিন্তু কেন এবং বাকি যাত্রীরা কই, জানতে চাইলে তাকে বলা হয়, ১৮৯ আসনের প্লেনে তিনি একাই যাত্রী। এরপরই তারা হাসতে শুরু করেন।

উড়োজাহাজটিতে যাত্রা করার জন্য আরও দুজন যাত্রী টিকিট কেটেছিলেন ঠিকই, তবে শেষ মুহূর্তে টিকিট বাতিল করেন তারা। ফলে একমাত্র যাত্রী হিসেবে কার্যত ভিভিআইপি বনে যান ক্যারন। ফাঁকা প্লেনস্কটল্যান্ডের বন্দরনগরী গ্ল্যাসগো থেকে গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছাতে সময় লাগে সাড়ে চার ঘণ্টার একটু বেশি। পুরো যাত্রাকালে বিমান ক্রু থেকে ক্যাপ্টেন, প্রত্যেকেই তার সঙ্গে গল্পে মজে ওঠেন।

৪৬ পাউন্ড দিয়ে ‘জেট টু’ ফ্লাইটের টিকিট কেটেছিলেন ৫৭ বছর বয়সী ব্রিটিশ লেখিকা ক্যারন গ্রিভি।

গন্তব্যে নেমে অদ্ভুত এই অভিজ্ঞতার কথা টুইট করেন সেই লেখিকা। দ্বীপে তার অবস্থান হবে অন্তত মাসখানেক।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।