ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় মিয়ানমারের কনসাল জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় মিয়ানমারের কনসাল জেনারেল নিহত

সড়ক দুর্ঘটনায় কলকাতায় নিযুক্ত মিয়ানমারের কনসাল জেনারেল পাই সু নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী নাইওসহ তিনজন।

শুক্রবার (২৭ অক্টোবর) ঝাড়খণ্ডের গিরিধি জেলায় একটি ট্রাকের সঙ্গে কনসাল জেনারেলের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।

ন্যাশনাল হাইওয়ে-২ এ সকাল সাড়ে ১০টার দিকে রাচি থেকে ১৮০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের ডুমরিতে মিনা জেনারেল হাসপাতালে পাঠায়। তবে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান কনসাল জেনারেল পাই সু।

গিরিধি পুলিশ সুপারিনটেনডেন্ট অখিলেশ বি ওয়ারিয়র জানান, ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

২০১৬ সালের ডিসেম্বরে কলকাতায় মিয়ানমারের কনসাল জেনারেল হিসেবে নিযুক্ত হন পাই সু।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।