ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবান হামলায় ৯ আফগান পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
তালেবান হামলায় ৯ আফগান পুলিশ নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে তালেবান হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহতের তথ্য জানিয়েছেন এক কর্মকর্তা।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আরিফ নুরি জানিয়েছেন, শনিবার (২৮ অক্টোবর) দিনের শুরুতে পুলিশের পৃথক দু’টি তল্লাশি চৌকিতে হামলা চালায় তালেবানরা। এতে ৯ পুলিশ সদস্য নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরো দুই পুলিশ সদস্য।

এ সময় পুলিশের প্রতিরোধে ৬ তালেবান যোদ্ধা নিহত ও আরো ৯ যোদ্ধা আহত হয়। ঘণ্টাব্যাপী পুলিশ ও তালেবান যোদ্ধাদের মধ্যে সংর্ঘষ চলে।

হামলার সঙ্গে তালেবানরা জড়িত বলে এক বিবৃতিতে জানিয়েছে মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ। পুলিশের নিহত সদস্যদের মধ্যে দুই তল্লাশি চৌকির কমান্ডার রয়েছেন বলেও বিবৃতিতে দাবি করেছে তালেবানরা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।