ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
সোমালিয়ায় জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ২৩ সোমালিয়ায় জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ২৩

মাত্র দুই সপ্তাহ ব্যবধানে সোমালিয়ায় ভয়াবহ গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় অন্তত ২৩ জনের প্রাণহানি হয়েছে। পৃথক দুই হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী মোগাদিসুতে প্রথমে একটি হোটেলের বাইরে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। এরপর গুলির শব্দ শোনা যায়।

আত্মঘাতী ওই হামলার এক মিনিট পর নিকটবর্তী নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয় হামলাটি চালানো হয়।

পুলিশ ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন জানান, মোগাদিসুর নাশাহাব্লাদের যে হোটেলে হামলা চালানো হয় সেখানে নিয়মিত আইনপ্রণেতা, নিরাপত্তা বাহিনী সদস্যসহ বেসরকারি লোকজনের পদচারণা ছিলো।

বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে এ ধরনের হামলার পেছনে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

এর আগে অক্টোবরের মাঝামাঝিতে মোগাদিসুতে ভয়াবহ গাড়ি বোমা হামলায় কমপক্ষে সাড়ে ৩শ’ মানুষের প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭ অপডেট সময়: ৪০০০ ঘণ্টা
জেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।