ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নোপিডোতে দুই বিদেশি সাংবাদিক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
নোপিডোতে দুই বিদেশি সাংবাদিক আটক নেপিডো

ঢাকা: তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি’র দুই সাংবাদিককে জেলে পুরেছে মিয়ানমার। তাদের বিরুদ্ধে রাজধানী নেপিডোতে ড্রোন ওড়ানোর অভিযোগ রয়েছে।

গ্রেফতার হওয়া সাংবাদিকরা হলেন-সিঙ্গাপুরের লাউ হন মেন ও মালয়েশিয়ার মক চউ লিন।

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম নিধন নিয়ে মিয়ানমারের সঙ্গে তুরস্কের উত্তেজনাপূর্ণ সম্পর্কের ভেতরই এ ঘটনা ঘটলো।

মিয়ানমারের পক্ষে বলা হয়েছে, গত শুক্রবার মিয়ানমারের পার্লামেন্ট ভবনের ওপর ড্রোন ওড়ায় ওই দুই সাংবাদিক। তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। অং নাইঙ সো নামে স্থানীয় যে সাংবাদিকের সঙ্গে তারা কাজ করছিলেন তার বাসাতেও তল্লাশী চালানো হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গত মাসে মিয়ানমারে বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা ও বৌদ্ধ সন্ত্রাসের অভিযোগ তোলেন। এর পর থেকেই দু’দেশের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।