ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে নদীতে বাস, মৃতের সংখ্যা বেড়ে ৩১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
নেপালে নদীতে বাস, মৃতের সংখ্যা বেড়ে ৩১ নদী থেকে বাস টেনে তুলছেন উদ্ধারকর্মীরা।

ঢাকা: নেপালে ত্রিশুলী নদীতে যাত্রীবোঝাই বাস ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌছেছে। এদের মধ্যে এক পরিবারেরই ৬ জন রয়েছেন।

শনিবার সকালে পৃথভী মহাসড়কের গাজুরি-৫ এলাকায় ওই যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

পুলিশ বলছে, বাসটিতে ঠিক কতো জন যাত্রী ছিলো তা এখনো জানা সম্ভব হয়নি।

তবে অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

আহতদের কাঠমান্ডু ও গাজুরি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাঠমান্ডুগামী বাসটি শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সড়কের পাশের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে নদীতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে সেনা জওয়ান ও পুলিশ এসে নৌকা নিয়ে উদ্ধার কাজে যোগ দেয়।

নিহতদের একজন ভারতীয়। বাকিরা সপ্তরি জেলার তিলাথি কইলাদি এলাকার। তিলাথির রামনাথ ঝা এর দুই ছেলে, দুই মেয়ে ও দুই নাতী এ দুর্ঘটনায় প্রাণ হারান। তারা ছট উৎসবে অংশগ্রহণ শেষে কাঠমান্ডু ফিরছিলো।

এ দুর্ঘটনায় মনোজ ঠাকুর নামে একজন বেঁচে যান। তবে তার স্ত্রী মমতার মৃত্যু হয়। আর ১২ বছরের একমাত্র ছেলে এখনো নিখোঁজ আছেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।