ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পুজদেমন্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার দাবি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
পুজদেমন্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার দাবি  ছবি: সংগৃহীত

ঢাকা: বেলজিয়ামে অবস্থান করা কাতালোনিয়ার সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন্তের বিরুদ্ধে ইউরোপজুড়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন স্পেনের অ্যাটর্নি জেনারেল। 

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দেশটির উচ্চ আদালতের শুনানির সময় এ আবেদন জানান তিনি।  

কার্লেস পুজদেমন্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

গত ২৭ অক্টোবর কাতালোনিয়ার পার্লামেন্টে স্বাধীনতার ঘোষণা পাস হয়। এরপর ঘণ্টা না যেতেই স্পেনের সিনেট রাজ্যকে কেন্দ্রের শাসনে আনতে মন্ত্রিসভার প্রস্তাবে অনুমোদন দেয়।  

পরদিন শনিবার কাতালোনিয়া আঞ্চলিক সরকারকে বরখাস্ত করার পর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় স্পেনের ডেপুটি প্রধানমন্ত্রীর হাতে।

এরপর পুজদেমন্তের আইনজীবী পল বেকার্ট সংবাদমাধ্যমে জানান, বেলজিয়ামে বসেই আইন অনুযায়ী যে কোনো প্রশ্নের উত্তর দেবেন তিনি।  

মঙ্গলবার স্বাধীনতাকামী কাতালোয়িনার সাবেক প্রেসিডেন্ট জানিয়েছিলেন, তিনি বেলজিয়ামে কোনো আশ্রয় চাননি। পরিস্থিতির কারণে পালিয়ে এসেছেন। সঙ্গে এসেছেন আরও পাঁচ নেতা। তবে এখনই সেখানে ফিরছেন না তিনি।  

উল্লেখ্য, কেন্দ্রসহ সব মহলের বাধা উপেক্ষা করে ১ অক্টোবর গণভোটের আয়োজন করে কাতালোনিয়া। নিজস্ব স্বাধীনতার পক্ষে রায় দিয়েছিলেন ৯০ শতাংশ ভোটার।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।