ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

টেক্সাসে নিহতদের ৮ জন একই পরিবারের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
টেক্সাসে নিহতদের ৮ জন একই পরিবারের হামলার স্থল চার্চের বাইরে পুলিশের অবস্থান

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে চার্চে বন্দুকধারীর হামলায় নিহতদের মধ্যে ৮ জন একই পরিবারের সদস্য বলে আত্মীয়-স্বজন ও কমিউনিটি নেতার বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

রোববার (০৫ নভেম্বর) স্থানীয় সময় সকালের দিকে চালানো ওই হামলায় ২৭ জন নিহত হন, আহত হন আরো কমপক্ষে ২০ জন।  

হামলাটিকে ‘রাজ্যের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম’ হিসেবে আখ্যা দিয়েছেন গর্ভনর জর্জ অ্যাবোট।

ওই ঘটনার পর পুরো শহরে নেমে এসেছে শোকের ছায়া।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ২৬ বছর বয়সী, শ্বেতাঙ্গ হামলাকারী ডেভিন কেলে রাইফেল নিয়ে চার্চে প্রবেশ করে প্রার্থনারতদের উপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। গুলিতে নিহতরা ৫ থেকে ৭২ বছর বয়সী।

ফ্রিম্যান মার্টিন নামে টেক্সাস পাবলিক সেফটি বিভাগের এক কর্মকর্তা জানান, নিহতদের অন্তত ৮ জন একই পরিবারের। তাদের একজন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারী। গুলিতে নিহতদের মধ্যে ওই নারীর আরো তিন সন্তান রয়েছে। আহতদের মধ্যে অন্তত তিনজন ওই পরিবারের সদস্য বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস’র ফার্স্ট ব্যাপটিস্ট চার্চে এ হামলার ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হামলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।