ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদির আরেক যুবরাজের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
সৌদির আরেক যুবরাজের মৃত্যু

ঢাকা: কয়েক ঘণ্টার ব্যবধানে সৌদি আরবের আরও এক যুবরাজ আব্দুল আজিজ বিন ফাহাদের (৪৪) মৃত্যু হয়েছে।

ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সাবেক স্পেশাল এজেন্ট আলী এইচ. সৌফান টুইটের মাধ্যমে আজিজের মৃত্যুর বিষয়টি জানান।  

তবে ওই টুইটে কিভাবে আজিজের মৃত্যু হয়েছে সে বিষয়ে সৌফান কিছুই লেখেননি।

আব্দুল আজিজ সাবেক বাদশা ফাহাদের বড় সন্তান ছিলেন।

এর আগে, সৌদি যুবরাজ মানসুর বিন মুকরিন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। রোববার (০৫ নভেম্বর) দেশটির আসির প্রদেশের দক্ষিণে ইয়েমেনের সীমান্ত সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

**হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি যুবরাজ নিহত

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, ০৭ নভেম্বর,২০১৭ 
এমএমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।