ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মুসলিম সেনা নির্যাতনে মার্কিন মেরিন প্রশিক্ষক অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
 মুসলিম সেনা নির্যাতনে মার্কিন মেরিন প্রশিক্ষক অভিযুক্ত অভিযুক্ত মার্কিন সেনা জোসেফ ফেলিক্স ( মাঝে)

ঢাকা: মার্কিন সামরিক বাহিনীতে নিয়োগ পাওয়া তরুণ মুসলিম শিক্ষানবিস সেনাদের নির্যাতনের দায়ে অভিযুক্ত হয়েছেন এক মেরিন সেনা প্রশিক্ষক।

প্রশিক্ষণের সময় তিন শিক্ষানবিস মুসলিম সেনাকে শারীরিক ও মৌখিকভাবে নির্যাতনের দায়ে বৃহস্পতিবার সাবেক প্রশিক্ষক গানারি সার্জেন্ট জোসেফ ফেলিক্সকে (৩৪) আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়। শুক্রবার তার রায় ঘোষণা হবে।

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা রাজ্যের প্যারিস আইল্যান্ডের মেরিন সেনা ঘাঁটিতে প্রশিক্ষণের সময় এসব নির্যাতন ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

সেনাবাহিনীর প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল জন নর্মানের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানিয়েছে, ফেলিস মুসলিম শিক্ষানবিস সেনাদের শুধুমাত্র তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে নির্যাতন করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফেলিক্স নির্যাতনের শিকার তিন মুসলিম শিক্ষানবিস সেনাকে ‘সন্ত্রাসী’ ও ‘আইসিস’ ইত্যাদি নামে অভিহিত করতেন।

নির্যাতনের ঘটনায় অভিযুক্ত জোসেফ ফেলিক্স, মেরিন কর্তৃপক্ষ এবং মার্কিন সরকারের বিরুদ্ধে দশ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন এ ঘটনায় ভুক্তভোগী এক সেনার পরিবার। রাহিল সিদ্দিকি নামের ওই শিক্ষানবিস সেনা প্রশিক্ষণের সময় ১২ মিটার উচু থেকে পড়ে মারা যান।

এ ঘটনাকে ফেলিক্সের আইনজীবী ‘আত্মহত্যা’ হিসেবে দাবি করলেও হলেও পরিবারের দাবি রাহিলের ওপর হওয়া নির্যাতনেরই কারণেই সে ওই দেয়াল থেকে পড়ে যায়।

উল্লেখ্য, মুসলিম শিক্ষানবিস সেনাদের নির্যাতন করার দায়ে এ পর্যন্ত ২০ জন মেরিন প্রশিক্ষক, কর্মকর্তা এবং অন্যান্য স্টাফ সদস্যের বিরুদ্ধে তদন্ত চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর মধ্যে ১৩ জন অভিযুক্ত হয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।