ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইস্তাম্বুলে সন্দেহভাজন ৮২ বিদেশি আটক 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
ইস্তাম্বুলে সন্দেহভাজন ৮২ বিদেশি আটক  ইস্তাম্বুলের রাস্তায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা

তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ৮২ বিদেশিকে আটক করা হয়েছে। এরা আইএসে যোগ দিতে সিরিয়ায় যাওয়ার পরিকল্পনা করছিল।

শুক্রবার (১০ আগস্ট) সন্ত্রাসবিরোধী এক অভিযানে এই ৮২ জনকে আটক করা হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু দিয়েছে এ খবর।

বিদেশিদের পরিচয় না জানালেও আনাদোলুর খবরে বলা হয়, ইউরোপের নিকটবর্তী শহর ইস্তাম্বুলের ১৪টি পৃথক স্থানে অভিযান চালিয়ে এই ৮২ জনকে আটক করা হয়। তাদের অতীতে সংঘাতকবলিত এলাকায় কট্টরপন্থি আইএসের সঙ্গে সম্পৃক্ততা ছিল বলে মনে করা হয়। কয়েকদিনের মধ্যেই তাদের সিরিয়ায় যাওয়ার ছক ছিল।  

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই ৮২ জন ছাড়াও দেশের দক্ষিণাঞ্চলের শহর আদানা থেকে সন্দেহভাজন ১১ আইএস সদস্যকে আটক করা হয়েছে। এরা সবাই সিরীয় বংশোদ্ভূত।

একদিন আগেই রাজধানী আঙ্কারা থেকে সন্ত্রাসবিরোধী অভিযানে ১৭৩ জন সন্দেহভাজনকে আটক করে নিরাপত্তা বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, গত অক্টোবরে আইএসের সঙ্গে যোগাযোগ আছে সন্দেহে সাড়ে ৪শ’ জনকে আটক করা হয়।  

গত দু’বছরে আইএসের বিভিন্ন রকমের হামলার শিকার হয়েছে তুরস্ক। এরমধ্যে নববর্ষ উদযাপনে একটি নাইটক্লাবে হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।