ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ধোঁয়াশা কাটাতে দিল্লির সড়কে পানি ছিটানো শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
ধোঁয়াশা কাটাতে দিল্লির সড়কে পানি ছিটানো শুরু

ধোঁয়াশা কাটাতে পরিকল্পনা অনুযায়ী দিল্লির সড়কে পানি ছিটানো শুরু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে পানিবাহী গাড়ির মাধ্যমে এ পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার (১০ নভেম্বর) পরিবেশ অধিদফতরের কর্মকর্তা শ্রুতি ভারদ্বাজ বলেছেন, দিল্লির পরিবেশে দূষণের মাত্রা ঠেকাতে পানি ছিটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবেশ দূষণ ঠেকাতে এটিই এখন এখন একমাত্র উপায়।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, পানিবাহী গাড়ির মাধ্যমে দিল্লির সড়কে পানি ছিটানো হচ্ছে। এতে বাদ যাচ্ছে না গাছের পাতাও।  

দিল্লির আশপাশের এলাকায় প্রতিবছরের এ সময়ে ফসলের আবর্জনা পোড়ানো, যানবাহনের কালো ধোঁয়া ও নির্মাণ সামগ্রির ধুলোর সংমিশ্রণে বাতাস দূষিত হয়ে উঠে। তবে এবার দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে। শিশুদের সুরক্ষায় শহরের সব স্কুল রোববার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

এছাড়া পদক্ষেপ হিসেবে তৃতীয়বারের মতো জোড়-বিজোড় নীতির ট্রাফিক ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের রাজধানীতে। নম্বর প্লেটের শেষ নম্বর জোড় ও বিজোড়ের ভিত্তিতে নির্দিষ্ট দিনে গাড়ি চলাচল করবে।

ধোঁয়াশা কাটাতে দিল্লির সড়কে পানি ছিটানোর পরিকল্পনা

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।