ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০ ছবি-সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পূর্ব শহর মাইদুগুরিতে বোমা বিস্ফোরণে আত্মঘাতী চার হামলাকারীসহ অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে এ হামলায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, হামলাকারীদের মধ্যে নারীও রয়েছেন।

তবে এখনো কোন গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। তবে, এর আগে মাইদুগিরিতে বহু হামলায় দেশটির জঙ্গি সংগঠন বোকো হারাম দায় স্বীকার করেছে।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা বেলো দামবাত্তা জানান, সন্ধ্যা ৫টার দিকে নামাজের সময় একদল মানুষের কাছাকাছি প্রথম বিস্ফোরণটি ঘটে। আরেক হামলাকারী একটি বাড়ির ভেতর থেকে এবং বকী দুইজন তাদের টার্গেটের কাছাকাছি পৌঁছানোর পর বোমার বিস্ফোরণ ঘটায়।

জঙ্গি সংগঠন বোকো হারাম দেশটিতে ইসলামী শাষনতন্ত্র প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে সহিংসতা চালিয়ে আসছে।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের এক সন্ত্রাসবিরোধী গবেষণা বলছে, সেখানে জঙ্গি সংগঠনটির কথিত বিদ্রোহে পুরুষের তুলনায় ইতিহাসে সবচেয়ে বেশি নারীদের আত্মঘাতী হামলায় ব্যবহার করা হচ্ছে। গত কয়েক বছরে বোকো হারামের সহিংসতায় এ পর্যন্ত প্রায় ১ হাজার মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৫৫১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭/আপডেট:০৬৩০
পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।