ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মুগাবেকে পদত্যাগে উদাত্ত আহ্বান নানগাগবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
মুগাবেকে পদত্যাগে উদাত্ত আহ্বান নানগাগবার এমারসন নানগাগবা (ফাইল ছবি)

জিম্বাবুয়ের বহিষ্কৃত ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবা ক্ষমতা ছেড়ে দিতে রবার্ট মুগাবের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিভিন্ন মহলের আহ্বান ও তার দল জানু-পিএফ (জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-প্যাট্রিয়টিক ফ্রন্ট) থেকে বহিষ্কৃত হওয়ার পরও মুগাবে প্রেসিডেন্ট পদ আকড়ে রেখেছেন। এদিকে দেশটির সেনাবাহিনী রাজনৈতিক সংকট দূরীকরণে মাঠে নেমেছে।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার এক সংবাদ বিবৃতিতে এমারসন নানগাগবা এই আহ্বান জানান।

মুগাবে অন্যায়ভাবে সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করেছেন অভিযোগ করে তিনি বলেন, তার স্ত্রীকে (গ্রেস মুগাবে) সুবিধা দিতে চেয়েছেন। যা তিনি অন্যায় করেছেন।  

সংসদে মুগাবের বিরুদ্ধে অভিশংসন কার্যধারা আনা যায় কিনা সে বিষয়েও মত দেন তিনি।

তবে সুষ্ঠু সমাধান হিসেবে উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ৯৩ বছর বয়স হয়েছে। জনগণের প্রতি দায়বন্ধতা থেকে পদত্যাগ করুন। আপনার এবং আমার মধ্যে কী সমস্যা সেটি বড় কথা নয়। রাজনৈতিক সংকটের সমাধানই আসল।

তিনি এও জানিয়েছেন, তিনি দেশ ছেড়ে পালান জীবননাশের শঙ্কা মাথায় নিয়ে এবং যতোক্ষণ না নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা হয় ফিরে আসছেন না।

এদিকে পার্টির অনেক নেতাকর্মীরাই চান নানগাগবা নতুন প্রেসিডেন্ট হোক। এমনটি চাওয়া সেনাবাহিনীর মধ্যেও।

গত ৬ নভেম্বর ভাইস প্রেসিডেন্ট নানগাগবাকে অপসারণের পর জিম্বাবুয়ের রাজনীতিতে অচলাবস্থার সৃষ্টি। সেনাবাহিনীর ঘনিষ্ঠ বলে পরিচিত ৭৫ বছর বয়সী নানগাগবাকে ৯৩ বছর বয়সী মুগাবের উত্তরসূরী ভাবা হচ্ছিল। কিন্তু আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে মুগাবের ৫২ বছর বয়সী স্ত্রী গ্রেসও রাজনীতির ময়দানে নিজেকে প্রতিষ্ঠিত করতে উঠে-পড়ে লাগেন।

সংশ্লিষ্টরা বলছেন, গ্রেস এই উচ্চাভিলাস থেকে মুগাবেকে বাধ্য করেন নানগাগবাকে অপসারণ করতে। তারপর ১৩ নভেম্বর সেনাপ্রধান জেনারেল কনস্ট্যান্টিনো চুইঙ্গা সংকট সমাধানে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন। ১৪ নভেম্বর রাস্তায় নামে সেনাবাহিনীর চারটি ট্যাংক। ১৫ নভেম্বর সকাল থেকেই রাস্তায় রাস্তায় দেখা যায় সেনাটহল। সেনাবাহিনী ঘোষণা দেয়, তারা মুগাবের আশপাশের অপরাধীদের সরাতে অভিযানে নেমেছে। তবে এটা কোনো অভ্যুত্থান (ক্যু) নয় বলেও দাবি করে তারা।

সেনাবাহিনীর রক্তপাতহীন এমন ‘অভ্যুত্থান’র পর এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। খবর ছড়ায়, সেনাবাহিনী মুগাবেকে ‘গৃহবন্দি’ করে রেখেছে। আর গ্রেস দেশে ছেড়ে পালিয়েছেন পড়শী দেশ নামিবিয়ায়। ১৭ নভেম্বর হারারের একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দেখা যায় মুগাবেকে।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সেনাবাহিনী মুগাবেকে আর ক্ষমতায় দেখতে চাইছে না। সেজন্য তাদের ইন্ধনে হারারেতে শুরু হয় মুগাবে-বিরোধী বিক্ষোভ। এই বিক্ষোভ থেকে অশীতিপর প্রেসিডেন্টকে সরে যাওয়ার দাবি তোলা হয়। একইসঙ্গে নানগাগবার হাতে ক্ষমতা ন্যস্ত করার দাবিও ওঠে বিক্ষোভে। তারই প্রতিফলন আসে জানু-পিএফের বৈঠক থেকে। মুগাবেকে পার্টি থেকে বহিষ্কার করা হয়।

সেনাবাহিনী সামরিক শাসন জারি করলেও স্থগিত করেনি সংবিধান, এমনকি উৎখাত করেনি প্রেসিডেন্টকেও। তাই মুগাবের প্রতি সব মহলের আহ্বান তিনি যেন পদত্যাগ করে দেশে শান্তি আনেন।

আরও পড়ুন
**দল থেকে বহিষ্কার মুগাবে
**জাতির উদ্দেশে ভাষণ, ক্ষমতায় থাকতে চান মুগাবে!
** রোববারই অপসারণ হচ্ছেন মুগাবে!
** মুগাবেকে ক্ষমতা ছাড়তে বললো তার দলও
** মুগাবের বিরুদ্ধে বিক্ষোভে প্ররোচিত করছে সেনাবাহিনী
** গৃহবন্দি থেকে জনসম্মুখে মুগাবে
** সেনাবাহিনীর সঙ্গে আলোচনা চালাচ্ছেন মুগাবে
** মুগাবে নিজেই করছেন পদত্যাগ!
** মুগাবে ‘গৃহবন্দি’, দেশ ছেড়ে পালিয়েছেন স্ত্রী গ্রেস!
** মুগাবে আটক, নানগাগবাকে প্রেসিডেন্ট ঘোষণা সেনাবাহিনীর!
** জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে সেনাবাহিনী, ক্যু’র অভিযোগ নাকচ
** মুগাবে-সেনাপ্রধান পাল্টা বক্তব্য, রাস্তায় জলপাই ট্যাংক
** ‘অবাধ্য’ ভাইস প্রেসিডেন্টকে বহিষ্কার করলেন মুগাবে

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।