ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে চালু হবে চালকবিহীন বাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
সিঙ্গাপুরে চালু হবে চালকবিহীন বাস দেশটিতে এখনই কিছু চালকবিহীন বাস পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হচ্ছে, তারই একটি ছবি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুর চালকবিহীন বাসের কথা ভাবছে। ২০২২ সাল নাগাদ গণপরিবহনে তারা এমন অত্যাধুনিক পরিবহন নামাতে পারবে বলে দেশটির যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে।

বাসগুলোর পরীক্ষামূলক ব্যবহারের জন্য সরকার তিনটি কম ঘনবসতির স্থান বেছে নিচ্ছে।

সার্বিকভাবে ঘনবসতির সিঙ্গাপুরে এমন সার্ভিস চালু হলে কর্মক্ষম মানুষের অভাব যেমন দূর হবে তেমনি দ্রুত যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

পরিবহনমন্ত্রী খাও বুন ওয়ান বলেন, স্বয়ংক্রিয় বাস চালু হলে সড়কে যতায়াতে আরও নিশ্চয়তা বাড়বে। বিশেষ করে বয়স্ক এবং যেসব পরিবারে ছোট শিশু আছে তাদের বেশ উপকার হবে।

অন্তত ১০টি কোম্পানি দেশটিতে চালকবিহীন গাড়ি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

এই ধরনের বাসকে ইলেকট্রিক বাসও বলা হয়ে থাকে। যা দুর্ঘটনা ছাড়াই চলতে পারবে; ফলে অধিক নিরাপদ। সিঙ্গাপুর যদি এই বাস নামাতে সক্ষম হয় তাহলে তারা এক্ষেত্রে অনেকের থেকে এগিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।