ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে প্রথম দফায় শান্তিপূর্ণ ভোট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
নেপালে প্রথম দফায় শান্তিপূর্ণ ভোট নেপালের এক কেন্দ্রে ভোট দিতে এসেছেন এই বৃদ্ধা।

ঢাকা: মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হলো নেপালে। প্রথম দফায় রোববার (২৬ নভেম্বর) দেশটির ৩২টি পাহাড়ি ও পার্বত্য জেলায় ফেডারেল ও প্রাদেশিক পরিষদের এই ভোট হয়। আগামী ৭ ডিসেম্বর দ্বিতীয় ও শেষ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার সকাল সাতটায় শুরু হয় ভোটগ্রহণ। তার আগে ভোর থেকে ভোটাররা জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোট কেন্দ্রে হাজির হতে শুরু করেন।

অধিকাংশ ভোট কেন্দ্রে বেলা সাড়ে ১২টার মধ্যেই ৪০ শতাংশ ভোট দেওয়া হয়ে যায়। তবে অতিরিক্ত শীতের কারণে অনেক কেন্দ্রেই ভোট শুরু হয় দেরিতে।

ভোট চলাকালে বাঝাঙ জেলায় ৪টি ভোট কেন্দ্রের কাছে বিস্ফোরণের খবর পাওয়া। তবে ওইসব বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।    

নির্বাচন কমিশনের মুখপাত্র নভরাজ ধাকাল বলেন, বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। অবশিষ্ট জেলাগুলোতে ৭ ডিসেম্বর নির্বাচন হবে।

প্রথম দফায় মোট ৭০২ প্রার্থীকে ভোট দিয়েছেন ৩১ লাখেরও বেশী ভোটার।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।