ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এবার ‘ফ্রিডম অব অক্সফোর্ড’ হারালেন সু চি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এবার ‘ফ্রিডম অব অক্সফোর্ড’ হারালেন সু চি মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি

রোহিঙ্গা নির্যাতন বন্ধে ‘কার্যকর ভূমিকা গ্রহণে ব্যর্থ’ হওয়ায় শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি-কে বিশ্ব সম্প্রদায়ের দেওয়া একের পর এক ‘সম্মাননা’ ফিরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। সবশেষ ‘ফ্রিডম অব দ্য সিটি অব অক্সফোর্ড’ পুরস্কার প্রত্যাহার করে নেওয়া হলো।

এ বিষয়ে এক বিবৃতিতে যুক্তরাজ্যের অক্সফোর্ড সিটি কাউন্সিলররা বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে যাদের দৃষ্টিভঙ্গি অন্ধ হয়ে যায়’, তাদেরকে এ সম্মান দেখাতে চাই না। অথচ মিয়ানমারে গণতন্ত্র লড়াইয়ে বলিষ্ঠ ভূমিকার জন্য ১৯৯৭ সালে তাকে ‘ফ্রিডম অব দ্য সিটি অব অক্সফোর্ড’ পুরস্কার দেওয়া হয়েছিলো।

গত আগস্টে রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন, নির্যাতন, হত্যা, ধর্ষণের ঘটনার পর অক্টোবরে সু চি’র এ সম্মাননা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। আর সোমবার (২৭ নভেম্বর) ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে তার কাছ থেকে এ খেতাব কেড়ে নেওয়া হলো।

এর আগে অক্সফোর্ড ইউনিভার্সিটির সেন্ট হিউ কলেজ থেকে সু চি’র প্রতিকৃতি সরিয়ে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।