ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মোদির সঙ্গে ট্রাম্প কন্যার সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
মোদির সঙ্গে ট্রাম্প কন্যার সাক্ষাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্প কন্যা ইভানকা

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প।

মঙ্গলবার (২৮ নভেম্বর) থেকে শুরু হওয়া ‘বৈশ্বিক উদ্যোক্তা সম্মেলন’ (জিইএস-২০১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই হায়দ্রাবাদ এসেছেন ট্রাম্প কন্যা।  

সোমবার (২৭ নভেম্বর) দিনগত রাত ৩টায় হায়দ্রাবাদ অবতরণ করে ইভাঙ্কাকে বহনকারী ফ্লাইট।

ট্রাম্প কন্যার আগমন উপলক্ষে ভারতজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত দশ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে রাজ্যের পুলিশ বিভাগ। নামানো হয়েছে সন্ত্রাসবিরোধী বাহিনী ও ডগ স্কোয়াড।  

মার্কিন প্রেসিডেন্টের কন্যা ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পের এটিই সবচেয়ে বড় সফর।  

তিন দিনব্যাপী (২৮-৩০ নভেম্বর) এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপোজিশন ও হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। এতে ব্যবসায় নারীদের গুরুত্ব ও ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখেন ইভাঙ্কা। বক্তব্যে মোদির প্রশংসা করে ইভাঙ্কা তাকে ‘গণতন্ত্রের প্রতীক’ ও ভারতের আশার আলো বলে উল্লেখ করেন। এছাড়া ভারত ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও বলেন।  

প্রধানমন্ত্রী মোদি ছাড়াও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইভাঙ্কা। এ সময় তারা নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা বিষয়ে আলোচনা করেন।

এর আগে হোয়াইট হাউজ সফরকালে ইভাঙ্কাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এনএইচটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।