ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের তিয়ানজিয়ানে আগুনে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
চীনের তিয়ানজিয়ানে আগুনে ১০ জনের মৃত্যু এই ভবনটিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিয়ানে একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বছর দুই আগে বন্দর নগরীটিতে ভয়াবহ আগুনে পৌনে দু’শ’ মানুষের মর্মান্তিক মৃত্যু হয়।

তিয়ানজিয়ান অগ্নিনির্বাপক বিভাগ জানায়, শুক্রবার (০১ডিসেম্বর) ভোর ৪টা নাগাদ আগুনের সূত্রপাত। বাণিজ্যিক কাম আবাসিক ওই ভবনে প্রায় তিন ঘণ্টা ধরে আগুন জ্বলে।

 

প্রাথমিক অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে তদন্তের কাজে সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। ভবনটি নির্মাণে ব্যবহৃত উপাদান আগুন ছড়িয়ে পড়ার কারণ বলে ধারণা করা হচ্ছে।

২০১৫ সালে তিয়ানজিয়ানে ‘অপরিকল্পিতভাবে’ নির্মিত একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে ১৭৩ জনের মৃত্যু হয়। যথাযথ পদক্ষেপ না নেওয়ায় প্রতি বছর দেশটিতে অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যু হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।