ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পীত সাগরে নৌকা-ট্যাংকার সংঘর্ষে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
পীত সাগরে নৌকা-ট্যাংকার সংঘর্ষে নিহত ১৩ উল্টে যাওয়া নৌকাটির তলদেশে অনুসন্ধান চালাচ্ছেন ডুবুরিরা

পীত সাগরের (ইয়েলো সি) দক্ষিণ কোরিয়া উপকূলে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষে ১৩ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দু’জন।

রোববার (৩ ডিসেম্বর) সকালে দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলের শহর ইনচেওন শহরের দক্ষিণ-পশ্চিম উপকূলে এই সংঘর্ষ হয়। নৌকাটি যাত্রা করার আট মিনিটের মাথায় এই দুর্ঘটনার কবলে পড়ে।

অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে জানিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম বলছে, ভাড়ায় চালিত মাছ ধরার নৌকাটিতে ২২ আরোহী ছিলেন। উল্টে যাওয়া নৌকাটির তলদেশে অনুসন্ধান চালাচ্ছেন ডুবুরিরা। এরইমধ্যে ৭ জনকে উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ডের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার স্পষ্ট কারণ জানা যায়নি। তবে তা বুঝতে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।