ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অবসরে যাচ্ছেন সোনিয়া গান্ধী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
অবসরে যাচ্ছেন সোনিয়া গান্ধী পুত্র রাহুলের সঙ্গে সোনিয়া, (ফাইল ছবি)

দীর্ঘ প্রায় ২০ বছর উপমহাদেশ তথা ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। সম্প্রতি ছেলে রাহুল গান্ধী হয়েছেন নয়া দলপতি, তাকে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝিয়ে অবসরে যেতে চান সোনিয়া গান্ধী।

সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে শুক্রবার (১৫ ডিসেম্বর) ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে সোনিয়া বলেন, এখন আমার ভূমিকা হবে অবসরে যাওয়া। কয়েক মাস ধরে দলীয় বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে রাহুলই।

৪৭ বছর বয়স্ক রাহুল পার্টির বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন সোনিয়া। সামনে অনেক কাজ পড়ে আছে, আগামীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচন বলেও মত দেন তিনি। নতুন বছরে সেগুলোই মূল চ্যালেঞ্জ বিরোধী এই দলের জন্য।

১৯৯৮ সাল থেকে সোনিয়া কংগ্রেস প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন বয়স ৭১ বছর। শনিবার (১৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে সভাপতি হবেন রাহুল। নেহরু-গান্ধী পরিবারের ষষ্ঠ সদস্য হিসেবে রাহুল কংগ্রেস প্রধানের আসনে বসবেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।